Posts

Showing posts from June, 2021

পুরুষত্বের চাদরে কাপুরুষত্বের জীবন আমাদের

Image
প্রচলিত অর্থে আমাদের পরিবেশ আর সমাজ এবং প্রশাসনিক ব্যবস্থার গোড়ায় পুঁজ ধরেছে, সেই ঘায়ে যতই আঙুল চেপে পুঁজ বের করা হউক না কেন পুঁজের আর শেষ দেখা যাচ্ছে না। আমি ঠিক বলতে পারবোনা কোন কায়দায় সমাজ থেকে কালো সময় টাকে ধ্বংস করা যাবে। মনে হচ্ছে আদৌ যাবে অথবা যাচ্ছে কিনা বলা যাচ্ছে না। আসল কথায় না এসে এতো সব লিখে সময় নষ্ট করার মানেও হয় না।  এখন চলছে সীমিত লক ডাউন গাড়ি নেই রাস্তায় বললেই চলে। কাজ থেকে ছুটি পেয়ে বাসায় যাবো দ্বিগুণ অর্থ খরচ করে এটাও জানতাম। গাড়ি ভাড়া ছিলো ১৭ টাকা, মোট আসা যাওয়া ৩৪ টাকা। এমনিতেই টেনে টুনে সংসার চলে, তার ওপরে লক ডাউন। হ্যা আমি এটা স্বীকার করি "জীবন বাঁচাতে পারা টাই মূখ্য"।  রাস্তায় গাড়ি নেই। স্থানঃ BFRI কিন্তু আমরা যারা উৎপাদন মূখী শিল্পে কাজ করি তাদের জন্য কোনো লক ডাউন নেই । আবার তাদের জন্য যাতায়তে কোনো ভাতাও নেই । এমনিতেই মাসের বেতন মাস শেষ হওয়ার ১০ দিন আগেই ফুরিয়ে যায় তার ওপরে দ্বিগুণ অর্থ খরচ প্রায় সব ক্ষেত্রে, এভাবে বেঁচে থাকাটাও হয়ে ওঠে কষ্টকর।  এখন পর্যন্ত ১৪০ জনের মত ব্যাংকার মহামারী তে শহীদ হলেন, সেই সাথে পুলিশ, অন্যান্য সরকারি চাকুরী জীবি যারা আছে