Posts

Showing posts from August, 2021

প্রিয়তী পর্ব একঃ সমাজে পাগল হয়ে কে বাঁচতে চায়!

ফুলের উদ্দ্যেশ্য কি ! শুধু ফুটে ঘ্রাণ ছড়ানো নাকি সৌন্দর্য টাও প্রয়োজন আছে বাস্তু সংস্থানের ? পৃথিবীর সব প্রাণীর এতো সুন্দর ব্যবস্থাপনা কোথাও জট নেই, বিশৃঙ্খলা নেই, অথচ তারা বুদ্ধিতে সৃষ্টির সেরা জীব মানুষের কাছা কাছিও নেই । আমাদের প্রিয়তীর এ নিয়ে অভিযোগের শেষ নেই । দিনে কয়েক বার সৃষ্টি কর্তাকে এ নিয়ে অভিযোগ না জানিয়ে প্রিয়তী বাড়ি ফেরেনা । প্রিয়তী পড়াশোনা শেষ করেছে , বয়স কম , একটা গার্মেন্টসের মানব সম্পদ বিভাগে কাজ করে বর্তমানে । ফ্যাক্টরির নিয়োগ সংক্রান্ত সকল বিষয় তাকেই দেখতে   হয় । মোটামুটি এখানে সকল বিশৃঙ্খলায় অভ্যস্ত মানুষ গুলোকে কে ওর শৃঙ্খলায় ফেরাতে হয়। প্রিয়তী মাঝে মাঝে ভাবে, একটা জীবন ৭০ কি ৮০ বছরের, আরও কমও হতে পারে। মানুষের লক্ষ্য থাকা উচিৎ কি আর মানুষ করছে কি। মোটামুটি এক দুটি বাচ্চা আরও বয়স হলে নাতী নাতনী দের নিয়ে সুখের জীবন গড়া যায়। পৃথিবীতে এটাই একমাত্র সুখের এবং বিনোদনের। সংসার মানুষকে দুশ্চিন্তায় ফেলে ঠিক ই কিন্তু একাকিত্ব দূর করে দেয়। একাকিত্বের চেয়ে বড় শত্রু পৃথিবীতে মানুষের জন্য অন্য কিছুই নেই। মা

জাতীয় দলে খেলার স্বপ্নে লাখো যুবকের ক্যারিয়ার প্রশ্নের মুখে

 আমার এক পরিচিত, সে ভদ্রলোক সারা টা জীবন খেলার পেছনে সময় দিয়েছে, এবং সর্বোচ্চ ঢাকা গিয়ে দু একটা ক্লাবে খেলেছে। কিন্তু আমি জানি এই ক্রিকেট খেলা কিভাবে তার জীবন কে যন্ত্রণায় ফেলেছে। বাবা চাইতো সে জেনো লেখা পড়া করে চাকুরী জীবি হউক। বাবা কোটি পতি হওয়া সত্বেও একটা টাকা হাত খরচা দিতনা ছেলে খেলা ধুলা করে তাই। রাতে বাসায় আসলে কথা শুনতো, কিন্তু সে জাতীয় দলে যাওয়ার আর ভাগ্যে খোলেনি অনেক অনেক ত্যাগের পরেও। কোনো খেলোয়াড় যতই খারাপ খেলুক কাউকেই আমরা সমালোচনা করার অধিকার রাখিনা। আমাদের ট্যাক্সের টাকায় ওরা খেলে অনেকেই বলেন, ট্যাক্স কিন্তু খেলোয়াড় দের ফ্যামিলিও যুগ যুগ ধরে দেয়। কতজনই কত বঞ্চণা সয়ে এখানে এসেছে তা আপনি আমি জানিনা। আজ যদি সাকিব, তামিম, ম্যাশ, মুসফিক সহ অনেকেই- যদি জাতীয় দলে চান্স না পেত তাহলে তাদের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে লেখা পড়া বাদ দিয়ে খেলায় আসা তারপরে ক্যারিয়ার ভেঙ্গে পড়া। আপনি আমি কি খবর রাখতাম?  যারা জাতীয় দলে এসেছে নিজেদের যোগ্যতায় এসেছে । প্লিজ আপনি দেশের জনগন হিসেবে প্রজাতন্ত্রের মালিক হতে পারেন কিন্তু খেলোয়াড় দের দুটি কথা বলার আপনার কোনো অধিকার নাই। আগের ম্যাচ সাকিব খারাপ খেলেছ