Posts

Showing posts from July, 2021

যে গাছ টা লাগাচ্ছেন এটা পরিবেশ এর জন্য অত্যন্ত ক্ষতিকর৷ শুধুই অক্সিজেন কিন্তু প্রকৃতির কোনো কাজে আসেনা।

যে গাছ টা লাগাচ্ছেন এটা পরিবেশ এর জন্য অত্যন্ত ক্ষতিকর৷  শুধুই অক্সিজেন কিন্তু প্রকৃতির কোনো কাজে আসেনা।  যেমন ফল মূল দেয় না৷  পাখি খাবার পায় না৷  পশু পাখি উপকৃত হয় না।  আমাদের বাংলাদেশে বনায়নের নাম করে অপরিকল্পিত ভাবে এই গাছ গুলো মাত্রাতিরিক্ত লাগানো হয়েছে যার ফলে ফলজ গাছের ভারসাম্য নষ্ট হয়েছে, আগে ছোটো থাকতে আমরা নানা জাতের দেশী ফল কুড়িয়ে খেতে পারতাম কিন্তু এখন আমরা সেই সব ফলে নামই ভুলে গিয়েছি।  আপনি একটি গাছ লাগিয়েছেন দেখে অত্যন্ত খুশি হয়েছি, আপনি আপনার এলাকা এবং সেই মুরুব্বী দের বোঝাবেন যারা এসব গাছেই মনোযোগ টা বেশী দেয়।  হাজারো দেশী ফলজে গাছে ভরে উঠুক আমাদের প্রিয় শহর আর গ্রাম ধন্যবাদ।

আমার কলিগ ও সিগারেট বিড়ি সাথে অর্থনৈতিক বাস্তবতা

Image
অফিসের কাজের ফাঁকে কিছু সময় নিয়ে বাইরে না গেলে টিকে থাকা অনেক কষ্টকর হয়ে পড়ে, একটা সিগারেটের জন্য বুক টা খা খা করে। পানির তৃষ্ণা পেলেও মনে হয় না এতো খারাপ লাগে। যদিও পানির তৃষ্ণা পাওয়ার মত অবস্থা কখনোই হয়নি, তাই হয়তো ভুল বকছি । ১০ টার দিকে বাইরে গিয়ে এক কাপ চা আর তাজা হাওয়া গায়ে না লাগালে নিজেকে খুবই অবসাদ গ্রস্থ মনে হয়। আর সেই সাথে একটা সিগারেট না হলে তো হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই বদ অভ্যাস গুলো ঠিক কখন থেকে হয়েছে ঠিক মনে করতে পারছি হয়তো। আচ্ছা ইতিহাস রচনাটা একটু পরেই না হয় করি । আগে আমার কলিগের ব্যপারে বলে নেই। আমার কলিগ আমার পাশের ডেস্কেই বসে। যেখানে আমি দিনে ৩ বার না বের হলে কলিজায় কামড়ে ধরে সেখানে আমার কলিগ বছরে একবার বের হয় কিনা সন্দেহ আছে। সে সিগারেট সেবন করে না, বাইরের চা খায় না, আমাদের মত পুরি সিংগারা খায় না। আমি মাঝে মাঝে ভাবি এভাবেও বেঁচে থাকা যায় কিনা! কিন্তু আমার বাস্তবিক অবস্থা আমাকেও তার মতন হতে শেখায়, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারিনা। একটা সিগারেট ১১ টাকা, চা ৬ টাকা, সব মিলিয়ে দিনে এক দেড়শ  টাকা তো এখানেই চলে যায়। কিন্তু নিজেকে মাঝে মাঝে অনেক কন্ট্রোল করার চেষ্টা