যে গাছ টা লাগাচ্ছেন এটা পরিবেশ এর জন্য অত্যন্ত ক্ষতিকর৷ শুধুই অক্সিজেন কিন্তু প্রকৃতির কোনো কাজে আসেনা।
যে গাছ টা লাগাচ্ছেন এটা পরিবেশ এর জন্য অত্যন্ত ক্ষতিকর৷ শুধুই অক্সিজেন কিন্তু প্রকৃতির কোনো কাজে আসেনা। যেমন ফল মূল দেয় না৷ পাখি খাবার পায় না৷ পশু পাখি উপকৃত হয় না। আমাদের বাংলাদেশে বনায়নের নাম করে অপরিকল্পিত ভাবে এই গাছ গুলো মাত্রাতিরিক্ত লাগানো হয়েছে যার ফলে ফলজ গাছের ভারসাম্য নষ্ট হয়েছে, আগে ছোটো থাকতে আমরা নানা জাতের দেশী ফল কুড়িয়ে খেতে পারতাম কিন্তু এখন আমরা সেই সব ফলে নামই ভুলে গিয়েছি। আপনি একটি গাছ লাগিয়েছেন দেখে অত্যন্ত খুশি হয়েছি, আপনি আপনার এলাকা এবং সেই মুরুব্বী দের বোঝাবেন যারা এসব গাছেই মনোযোগ টা বেশী দেয়। হাজারো দেশী ফলজে গাছে ভরে উঠুক আমাদের প্রিয় শহর আর গ্রাম ধন্যবাদ।
Comments
Post a Comment