জাতীয় দলে খেলার স্বপ্নে লাখো যুবকের ক্যারিয়ার প্রশ্নের মুখে
আমার এক পরিচিত, সে ভদ্রলোক সারা টা জীবন খেলার পেছনে সময় দিয়েছে, এবং সর্বোচ্চ ঢাকা গিয়ে দু একটা ক্লাবে খেলেছে। কিন্তু আমি জানি এই ক্রিকেট খেলা কিভাবে তার জীবন কে যন্ত্রণায় ফেলেছে।
বাবা চাইতো সে জেনো লেখা পড়া করে চাকুরী জীবি হউক। বাবা কোটি পতি হওয়া সত্বেও একটা টাকা হাত খরচা দিতনা ছেলে খেলা ধুলা করে তাই। রাতে বাসায় আসলে কথা শুনতো, কিন্তু সে জাতীয় দলে যাওয়ার আর ভাগ্যে খোলেনি অনেক অনেক ত্যাগের পরেও।
কোনো খেলোয়াড় যতই খারাপ খেলুক কাউকেই আমরা সমালোচনা করার অধিকার রাখিনা। আমাদের ট্যাক্সের টাকায় ওরা খেলে অনেকেই বলেন, ট্যাক্স কিন্তু খেলোয়াড় দের ফ্যামিলিও যুগ যুগ ধরে দেয়। কতজনই কত বঞ্চণা সয়ে এখানে এসেছে তা আপনি আমি জানিনা। আজ যদি সাকিব, তামিম, ম্যাশ, মুসফিক সহ অনেকেই- যদি জাতীয় দলে চান্স না পেত তাহলে তাদের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে লেখা পড়া বাদ দিয়ে খেলায় আসা তারপরে ক্যারিয়ার ভেঙ্গে পড়া। আপনি আমি কি খবর রাখতাম?
যারা জাতীয় দলে এসেছে নিজেদের যোগ্যতায় এসেছে । প্লিজ আপনি দেশের জনগন হিসেবে প্রজাতন্ত্রের মালিক হতে পারেন কিন্তু খেলোয়াড় দের দুটি কথা বলার আপনার কোনো অধিকার নাই। আগের ম্যাচ সাকিব খারাপ খেলেছে তাই ধুয়ে দিয়েছেন, কিন্তু এই ম্যাচে ভালো করেছে তাই মাথায় তুলেছেন।
আপনার মাথায় তোলার ও দরকার নাই ধুয়ে দেওয়ারও দরকার নাই। যার যা সামর্থ্য সে খেলবে, কেউ ইচ্ছে করে হারেনা।
Comments
Post a Comment